অনেকেই প্রশ্ন তুলছেন জার্মান মিডফিল্ড জেনারেল ম্যাত্তি স্টেইনম্যানকে কেন খেলানো হচ্ছেনা ? গত তিনটি ম্যাচে কারণ গুলো এভাবে বর্ণনা করা যাক;
১) কাকে বসানো হবে? এখনকার ফর্ম অনুযায়ী এন্টোনি পিলকিংটনের কথাই মাথায় আসে। তবে মাঝমাঠে খেলবে তিন বিদেশী স্টেইনম্যান, জ্যাক মাঘমা আর ব্রাইট এনোবাখরে। সেই ক্ষেত্রে পাঁচ জনের মাঝমাঠ রাখা ছাড়া উপায় থাকেনা। আর রক্ষণে দুই বিদেশীকে বদলানোর কথা ভাবাই যায়না। এই কম্বিনেশনে দুটি ম্যাচ খেলেছে।
২) প্রথমটি ধুঁকতে থাকা বেঙ্গালুরু এফ সির বিরুদ্ধে। কার্লস কুয়াদ্রাত অপসারিত হবার পর নৌশাদ মুসার অধীনে প্রথম ম্যাচ। বুদ্ধিদীপ্ত একটি গোল করে দলের জয় স্থির করেন হ্যামবার্গার এস ভির হয়ে বুন্দেসলিগা খেলে আসা ম্যাত্তি। এছাড়া ইস্টবেঙ্গল সুযোগ তৈরী করেছিল বেঙ্গালুরু দ্বিতীয় হাফে গোল করার জন্য ঝাঁপিয়ে পড়ায় আর তাদের ডিফেন্সের ভুলে। অন্যথা কর্ণাটকের দলটি সুযোগ তৈরী করে তুলনায় বেশি। প্রথম ত্রিশ মিনিটেই গোল না হলে সেই ম্যাচটিও যে ড্র হতোনা কে বলতে পারে। আশি মিনিটের মাথায় বুকে ব্যাথা অনুভব করে উঠে যায় স্টেইনম্যান।
৩) চেন্নাইয়িনের বিরুদ্ধে পরের ম্যাচ খেলেনি স্টেইনম্যান। তার চোট ছিল কিনা বোঝা যায়নি। তার উপর ম্যাচের ষাট মিনিট দশ জনে খেলে ইস্টবেঙ্গল। ব্রাইটকে চোটের কবল থেকে বাঁচাতে পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন আনেননি ফাউলার।
৪) এরপর আসি মুম্বাই ম্যাচে। স্টেইনম্যান শুরু থেকেই খেলে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই ম্যাচেও বেশ কিছু ভুল-ভ্রান্তি হয় তার রক্ষণ করবার ক্ষেত্রে। তেষট্টি মিনিটে তার পরিবর্তে মাঠে আসে ব্রাইট, এবং দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল।
৫) গোয়া ম্যাচে মাঠেই নামেনি ইস্টবেঙ্গলের হয়ে খেলা প্রথম জার্মান খেলোয়াড়। আই এস এলের শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এমন একটা ম্যাচ থেকে এক পয়েন্ট পায় ইস্টবেঙ্গল। কিন্তু প্রচুর সুযোগ সৃষ্টি করে। পিলকিংটন পেনাল্টি থেকে গোল করতে পারলেই হয়তো অন্য ফলাফল হতো। এদু বেদিয়া লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরেও আক্রমণভাগের ব্যর্থতায় কাঙ্খিত জয়টি আসেনি।
৬) ম্যাত্তি খেললে কি গোল আসবেই ? ভারতীয় ফরওয়ার্ডদের মধ্যে যখন হারমানপ্রীত গোল পাবার মতো জায়গায় পৌঁছে গোল পাচ্ছেনা, আর জেজে ফিটনেসের অভাবে জায়গাতেই পৌঁছতে পারেনি গোয়া ম্যাচে, তখন কি আত্মবিশ্বাস হারাতে থাকা পিলকিংটনের অভিজ্ঞতার উপর ভরসা করা ছাড়া উপায় থাকবে?
৭) পিলকিংটনের জায়গায় আরন হামাদি হ্যালওয়ে আর একজন বিদেশী ডিফেন্ডার বসিয়ে স্টেইনম্যানকে খেলানো যায় কিনা সেটা টিভি দেখে বলা সম্ভব নয়। এটুকু ধারণা করা যায় যে দুরন্ত ফর্মে থাকা ফক্স এবং নেভিলের একজনকে বসালেও, সেই সিদ্ধান্ত রাজু গায়কোয়াড় অথবা শেহনাজ সুস্থ না হলে কোচ নেবেন কিনা সন্দেহ। কারণ রানা ঘরামীর টার্নিং দুর্বল এবং গতি বেশ কম।
One Comment
Pilkington er jaygay Aaron, Maghomar jaygay Steinmann, Bright aaro upfront e… Pore ball dhore khela slow korar dorkar hole Aaron ke tule niye Maghoma ke namiye majhmath e lok barano…