সহ্যেরও একটা সীমা থাকে! সহ্য করতে করতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন রুখে দাঁড়াতে হয়।
ইস্টবেঙ্গল কর্মকর্তাদের চূড়ান্ত চুক্তিপত্রে সই করার ব্যাপারে দীর্ঘদিনের হেলদোলহীন আচরণে একদল লাল-হলুদ জনতা অতিষ্ঠ হয়ে এবার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা সই হতে না দেওয়ার “নাটের গুরু” নীতু সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পোস্টার একটি ভ্রাম্যমান গাড়িতে সেঁটে কলকাতার বুকে ঘুরবেন। এখনও পর্যন্ত তাঁদের গাড়ি নবান্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান চত্বর, শ্যামবাজার পাঁচ-মাথার মোড় ইত্যাদি জায়গায় বিক্ষোভের ধোঁয়া উড়িয়ে এসেছেন।
যেভাবে বিক্ষোভের আঁচ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তাতে শীঘ্রই চুক্তিপত্রে সই না হলে “নাটের গুরু”-র জন্য যে আগামী দিনগুলো আর সুখের হবে না, তা বলাবাহুল্য!
Post Views: 2,493