অবিশ্বাস্য গোল ইউরো ২০২০-তে; বছরের সেরা গোল? দেখুন ভিডিও

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

জোরকদমে চলছে ইউরো কাপ। করোনা আবহে একবছরেরও বেশী সময় পিছিয়ে যাওয়ার পর অবশেষে গত শুক্রবার, অর্থাৎ ১১ই জুন থেকে শুরু হয়ে গেছে ইউরোপের সবচেয়ে বড় তথা বিশ্বের দ্বিতীয় বড় আন্তর্দেশীয় ফুটবল টুর্নামেন্ট ইউরো কাপ ২০২০ (UEFA EURO 2020)।

এখনও অবদি টুর্নামেন্টের ১০টি ম্যাচ খেলা হয়ে গেছে, গোল হয়েছে ২৪টা। কিন্তু গতকালের স্কটল্যান্ড (Scotland national football team) বনাম চেক রিপাবলিকের (Czech Republic national football team) খেলায় হওয়া একটি গোল নিয়ে এখন ফুটবলমহলে জোর চর্চা। ম্যাচে চেক রিপাবলিক ২-০ গোলে হারায় স্কটল্যান্ডকে। জোড়া গোল করে নায়ক চেক রিপাবলিকের প্যাট্রিক শিক (Patrik Schick)।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্যাট্রিক শিক-এর করা দ্বিতীয়ার্ধের গোলটি। ইউরো কাপের ৬৩ বছরের ইতিহাসে সবচেয়ে লম্বা দূরত্বের গোল এটি। এর আগের রেকর্ড ছিল ২০০৪ সালে জার্মানির টোর্সটেন ফ্রিংসের (Torsten Frings) ৩৮.৬ মিটার দূর থেকে করা গোলটি। এবারে ১৭ বছর পুরোনো সেই রেকর্ড ভেঙে দিলেন শিক।

সোমবার, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে নিজেদের ডিফেন্স থেকে ছিটকে আসা বল যখন প্যাট্রিকের পায়ে এসে পড়ে, তখন তিনি নিজেদের অর্ধে, ঘাড়ের কাছে এক স্কটিশ ডিফেন্ডার। সেকেন্ডের ভগ্নাংশে প্যাট্রিক বুঝতে পারেন স্কটিশ গোলকিপার ডেভিড মার্শাল (David Marshall) গোললাইন ছেড়ে কিছুটা এগিয়ে আছেন। প্রত্যুৎপন্নমতি প্যাট্রিক কালবিলম্ব না করে যখন শট নেন তখন তিনি সেন্টার লাইনের ঠিক কাছে। মাঠে হাজির সকলকে বিস্মিত করে প্যাট্রিক শিকের শট যখন গোলে ঢুকছে, মার্শাল তখন রীতিমত হামাগুড়ি দিচ্ছেন। উয়েফার সরকারী তথ্য বলছে, প্যাট্রিক শিকের গোলের দূরত্ব ৪৯.৭ মিটার।

গোল বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টা স্কটিশ গোলকিপার ডেভিড মার্শালের

স্বভাবতই বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীরা বিস্মিত ও উচ্ছ্বসিত। অনেকেই দাবী করছেন, এখনই বছরের সেরা গোল হিসাবে এই গোলকে অভিহিত করা হোক এবং বছরের সেরা গোল করার জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (FIFA Puskás Award) প্যাট্রিক শিকের হাতে তুলে দেওয়া হোক। গোলটি দেখলেই বোঝা যাবে তাঁদের এই দাবী অমূলক নয়।

দেখে নিন সেই বিস্ময়কর গোলের ভিডিওঃ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.