গত ২১শে জুলাই সমগ্র ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকবৃন্দ জোট বেঁধে ক্লাব অভিযানের ডাক দিয়েছিল। একেবারেই শান্তিপূর্ণ এই জমায়েতের উদ্দেশ্যে ছিল একটাই – ক্লাবের কর্তারা সামনে এসে চুক্তিজট এবং খেলা সংক্রান্ত বিষয়ে সমর্থকদের প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। এই দাবি সারা বিশ্বের যে-কোনো ক্লাবের সমর্থকদেরই ন্যায্য দাবি বলেই এতকাল সবাই জেনে এসেছে!
কিন্তু, এমন দাবি করার কারণেই ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের ওপর চালানো হলো পুলিশি আক্রমণ। এই আক্রমণ যে ক্লাবের কর্তাদের মদত ছাড়া কখনোই সম্ভব নয়, তা বুঝতে কারোর অসুবিধা হয়নি।
এই ঘটনার পরেই ইস্টবেঙ্গল পরিচালন কমিটিকে উদ্দেশ্যে করে সারা দেশের ফুটবল মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। এমনকি এআইএফএক (AIFF) এবং প্রাক্তন ফিফা (FIFA) কর্তারাও লাল-হলুদ প্রতিবাদী সমর্থকদের পাশে দাঁড়িয়ে নীতু-গোষ্ঠীর তুলোধোনা করেন। কিন্তু এতকিছুর পরেও শীর্ষকর্তার বিন্দুমাত্র লজ্জাবোধ জাগ্রত হতে দেখা যায়নি।
লাল-হলুদ সমর্থকদের ওপর শীর্ষকর্তার মদদপুষ্ট পুলিশি আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবার মুখ খুললেন ভারতের বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সম্বরণ বন্দ্যোপাধ্যায়। ইবিআরপি (EBRP) প্রতিনিধিকে ফোনে তিনি জানালেন, “(সমর্থকদের ওপর আক্রমণ করা) অত্যন্ত অন্যায় হয়েছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা করি।“
ঘরে-বাইরে নানান মহলে শীর্ষকর্তা পরিচালিত “সমর্থক পেটাও” ফ্লপ চিত্রনাট্যের বিরদ্ধে যেভাবে নিন্দার ঢেউ আছড়ে পড়ছে, তাতে নির্লজ্জ শীর্ষকর্তা আর কতদিন নিজেকে ঘোমটার আড়ালে লুকিয়ে খ্যামতা নাচ নাচবেন, সেটার দিকেই তাকিয়ে সারা দেশের ফুটবল মহল।