গত কয়েকদিনে মাঠের চেয়ে মাঠের বাইরের খবরে বেশী সরগরম এসসি ইস্টবেঙ্গল শিবির। বিভিন্ন সময়ে আইএসএলের রেফারিং নিয়ে কড়া সমালোচনা করায় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে পড়তে হয়েছে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারকে। যে শৃঙ্খলারক্ষা কমিটির মাথায় বসে আছেন বাঙালী আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়। ৪ ম্যাচ নির্বাসন এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রবি ফাউলারকে।
এমতাবস্থায়, গতকাল থেকে মিডিয়ার একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, এই শাস্তির বিরুদ্ধে এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান উষানাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে শাস্তি পুনর্বিবেচনার জন্য ক্লাবের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে এবং উষানাথবাবু সেই আবেদন পত্রপাঠ খারিজ করেছেন।
আজ এই বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করলো এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জারি করা বিবৃতিতে তাঁরা পরিষ্কার জানিয়ে দিলেন, সংবাদসংস্থা পিটিআইয়ের করা এই খবর ভুয়ো, এবং শাস্তি পুনর্বিবেচনার জন্য কোনওরকম আনুষ্ঠানিক আবেদন এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে করা হয়নি। তাঁরা এখনও সমস্ত বিকল্প পথ খতিয়ে দেখছেন।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে, এই বিষয়ে জটিলতা বেড়েই চলেছে ক্লাবের অন্দরমহলে এবং মিডিয়ার একাংশের খবরের বিরুদ্ধাচরণ করে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিতে কার্পণ্য বোধ করছেন না এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।
এই বিষয়ে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় এবং মিডিয়ার একাংশের সাথে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের এই ছায়াযুদ্ধ কতদিন চলে, সেটাই এখন দেখার।
এসসি ইস্টবেঙ্গলের জারি করা সম্পূর্ণ বিবৃতিটি নিচের লিংকে:
CLUB STATEMENT: https://t.co/ziItaimsbV
— SC East Bengal (@sc_eastbengal) February 5, 2021