একেই মাঠের পারফরম্যান্স আশানুরূপ নয়, এরপর এসসি ইস্টবেঙ্গলে যোগ হলো নতুন বিতর্ক। এবারে বর্ণবৈষম্যের মতো গুরুতর অভিযোগ রবি ফাউলারের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত গতকাল, অর্থাৎ ২রা ফেব্রুয়ারী, ২০২১। সংবাদসংস্থা পিটিআই একটি খবর করেন, যাতে বলা হয়, এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারের বিরুদ্ধে রেফারিদের বিরুদ্ধে বর্ণবৈষম্য জাতীয় মন্তব্য করার অভিযোগ উঠেছে।
আজ এসসি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়, যেখানে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই বিবৃতিতে পিটিআইয়ের ওই রিপোর্টের কড়া সমালোচনা এবং নিন্দাও করা হয়েছে। এও বলা হয়েছে, রবি ফাউলার যে শীঘ্রই এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হবেন, সেখানেও তাঁর করা মন্তব্যের বিরুদ্ধে বর্ণবৈষম্যের কোনো অভিযোগ নেই।
এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিশ্ব ফুটবলের একজন আইকন হিসেবে রবি ফাউলারের ইমেজ কালিমালিপ্ত করার এই অপচেষ্টার বিরুদ্ধে তাদের পূর্ণ সমর্থন রবি ফাউলারের প্রতি রয়েছে।
নিচে এসসি ইস্টবেঙ্গলের জারি করা সরকারী বিবৃতি রইলো: