ভারতের জনপ্রিয় ইস্পাত প্রস্তুতকারক সংস্থা TOP TECH TMT কোম্পানির সাথে গাঁটছড়া বাঁধার পর আরও একটি জমকালো অ্যাসোসিয়েট স্পনসর পেয়ে গেল স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। এবার ইস্টবেঙ্গলের সাথে হাত মেলালো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিস লিমিটেড (BKT Tires)। ভারতীয় ফুটবলে সংস্থাটি এই প্রথম যুক্ত হলেও, ইতালির Serie BKT, ফ্রান্সের Ligue 2 BKT -এর মতো ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতায় BKT Tires একটি সুপরিচিত নাম। এছাড়াও অতীতে সংস্থাটি স্পেনের লা-লিগার অফিশিয়াল গ্লোবাল পার্টনার ছিল। ফুটবলের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেট ও হকির সাথেও BKT Tires-এর নাম জড়িত আছে।
তাই এইরকম একটি জমকালো অ্যাসোসিয়েট স্পনসর পেয়ে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের কর্তারা যে রীতিমতো উচ্ছ্বসিত, তা বলাবাহুল্য।
Post Views: 1,052