শীঘ্রই এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে বসার কথা এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারের। আইএসএলের রেফারিংয়ের মান নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা গেছে তাঁকে। সেই নিয়ে দেশের ফুটবলমহলে জল্পনা তুঙ্গে। এমনকি সংবাদসংস্থা পিটিআই-এর খবরে বর্ণবৈষম্যের মতো গুরুতর অভিযোগও করা হয়েছে রবি ফাউলারের বিরুদ্ধে। রবি ফাউলারের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই বিবৃতি জারী করেছেন এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।
হঠাৎই এই প্রসঙ্গে নতুন বিতর্কের জন্ম এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ টনি গ্র্যান্ট। এসসি ইস্টবেঙ্গলের জারি করা ওই বিবৃতিকে রিটুইট করে তিনি গুরুতর অভিযোগ আনলেন। তাঁর অভিযোগের তীর পুরোনো ম্যানেজমেন্টের দিকে। ওনার স্পষ্ট বক্তব্য:
“আমরা বুঝি যে, পুরোনো ম্যানেজমেন্ট বড় সমস্যা তৈরী করতে চায়। (কিন্তু) আশা করি তাঁরা সংবাদমাধ্যমে থাকা তাঁদের বন্ধুদের প্রভাবিত করছেন না যাতে তাঁরা (সংবাদমাধ্যম) ব্যক্তিগতভাবে আমাদের ক্ষতি করে। এটা গ্রহণযোগ্য নয়। শ্রী এখানে এসেছে ক্লাবের ভালো করতে। যদি আপনি পুরানো ব্রিগেডের অংশ হন, তাহলে নিজেদের কাজকর্মের ব্যাপারে একটু চিন্তা করুন”
নীচে রইলো তাঁর সেই টুইট:
মাঠের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। প্রচন্ড হতাশ সমর্থকরাও। তার মধ্যে হঠাৎই মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়ে বেশি জলঘোলা শুরু হয়েছে এসসি ইস্টবেঙ্গলে। টনি গ্র্যান্টের এই মারাত্মক অভিযোগ যে সেই আগুনে এবার ঘি ঢাললো, তা বলাই বাহুল্য।