এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। ভারতের মাটিতে পা দিয়েই ব্রাইট এনোবাখারে বুঝিয়ে দিয়েছেন, ভারতে খেলা আর পাঁচটা বিদেশীদের চেয়ে তিনি অনেকটাই আলাদা। সপ্তাহ দুয়েক আগের ওড়িশা এফসি-র বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিনি নিজের জাত চিনিয়েছিলেন।
কিন্তু যে ঘটনা নিয়ে ভারতীয় ফুটবলমহল তোলপাড়, সেটা হলো গত ৬ই জানুয়ারী এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা বিশ্বমানের গোল। মাঝমাঠে মাঘোমার কাছ থেকে বল পেয়ে সাপের মতো এঁকেবেঁকে সেই যে দৌড় শুরু করলেন, তা গিয়ে থামলো এফসি গোয়ার চার ডিফেন্ডার সহ গোলকিপারকে ধরাশায়ী করে জালে বল জড়িয়ে। স্বাভাবিকভাবেই ওই সপ্তাহের “গোল অফ দ্য উইক”-ও এই গোলটাকেই নির্বাচিত করা হয়।
ব্রাইটের সেই ম্যাজিক গোলই এবার জায়গা করে নিলো পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় ফুটবল কমিউনিটি “433“-এ। গতকালই “433”-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আপলোড হওয়া ব্রাইটের এই গোলের ভিডিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত গত ১৪ ঘন্টায় লাইক পেয়েছে এক মিলিয়নেরও বেশী। এই মুহূর্তে সেই ভিডিওতে লাইকের সংখ্যা দশ লক্ষ আশি হাজারের কিছু বেশী।
এই মুহূর্তে “433”-এর ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৩.৬ মিলিয়ন, অর্থাৎ ৩ কোটি ৩৬ লক্ষেরও বেশী মানুষ।
ভিডিওতে স্বাভাবিকভাবেই ট্যাগ করা হয়েছে ইন্ডিয়ান সুপার লীগ আর এসসি ইস্টবেঙ্গলের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল-কেও। এখনও পর্যন্ত “433”-এর ভিডিওটিতে কমেন্ট এসেছে পাঁচ হাজারেরও বেশী। প্রচুর কমেন্টেই মানুষের বক্তব্য, তাঁরা জানতেন না ভারতেও এরকম মানের ফুটবল খেলা হয়। ফলে ব্রাইটের এই গোলের হাত ধরে বিশ্বের প্রচুর ফুটবল অনুগ্রাহী মানুষ আইএসএল এবং এসসি ইস্টবেঙ্গল নিয়ে খোঁজ নিতে শুরু করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন।
নিচে রইলো সেই গোলের ভিডিও:
গতকালই লাল-হলুদ সমর্থকদের জন্য এক অনন্য সারপ্রাইজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাজির হন লিভারপুল এফসির কিংবদন্তি ফুটবলার তথা এসসি ইস্টবেঙ্গলের বর্তমান হেডকোচ রবি ফাউলার। সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট ভিডিও ক্লিপিং প্রকাশ করা হয় যেখানে ইস্টবেঙ্গলের কোচ ফাউলারকে দেখা যায় লিভারপুল এফসির কোচ জুরগেন ক্লপের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিতে।
সুতরাং বলাই বাহুল্য, আইএসএলে অংশগ্রহণ করা এবং নতুন কোচ রবি ফাউলার সহ ইউরোপীয়ান সার্কিটে যথেষ্ট পরিচিতিপ্রাপ্ত বিদেশী ফুটবলাররা টিমে যোগ দেওয়ার পর ইস্টবেঙ্গলের গ্লোবাল প্রেজেন্স বা বিশ্বজুড়ে পরিচিতি একধাপে অনেকটাই বেড়ে গেছে, যা আপামর লাল-হলুদ সমর্থকদের জন্য অত্যন্ত গর্বের এবং খুশির খবর।