রবি ফাউলারের হাত ধরে এবার বিদেশে খ্যাতি অর্জন করছে এসসি ইস্টবেঙ্গল। ঘটনাটির সূত্রপাত হয় প্ৰথম সারির বিদেশি পত্রিকা “ডেইলি মেল”-এর তরফ থেকে। আসলে আজ ইংল্যান্ডে মহারণ, যেখানে প্রিমিয়ার লীগে থাকা প্রথম দুই দল লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে, তারই একটি “প্রি ম্যাচ প্রিভিউ”-তে জায়গা পেলো লাল হলুদ ব্রিগেড।
আসলে ডেইলি মেলের বিশেষজ্ঞ প্যানেলে আছেন লিভারপুল কিংবদন্তি ও ইস্টবেঙ্গলের হেড কোচ রবি ফাউলার। সেই সুবাদেই পত্রিকাটি তাঁর পরিচয় দিতে গিয়ে একটি বাক্য প্রয়োগ করে- “ইস্টবেঙ্গলস্ নিউ বস” অর্থাৎ ইস্টবেঙ্গলের নতুন কোচ। উল্লেখ্য, এই প্রতিবেদনকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পত্রিকাটির তরফ থেকে, কারণ প্রতিবেদনটি আবারও লিভারপুল বনান ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে।
ফাউলার ছাড়াও প্রতিবেদনটিতে এসসি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ড্যানি ফক্স আর সহ-ক্যাপ্টেন অ্যান্টনি পিলকিংটনেরও নাম উঠে এসেছে। আসলে নিজের কেরিয়ারে ইংল্যান্ডের টপ ডিভিশন ক্লাব নরউইচে অনেকটা সময় কাটিয়েছেন আইরিশ পিলকিংটন আর বার্নলে তথা নটিংহ্যামে খেলেছেন স্কটিশ ডিফেন্ডার ফক্স।
পত্রিকাটির বিশেষজ্ঞ প্যানেলে ফাউলার ছাড়াও আরেকটা উল্লেখযোগ্য নাম ডেভিড জেমস এর। ইংল্যান্ডের প্রাক্তন এই গোলকিপার ২০১৪ এবং ২০১৫ সালে কেরালা ব্লাস্টার্সের সাথে যুক্ত ছিলেন, এমনকি তিনি কোচ-কাম-প্লেয়ার হিসাবে দায়িত্বে ছিলেন কেরালার। এনাদের সূত্রে আইএসএল যে এখন বিশ্বদরবারে নাম করে ফেলেছে তা বলাই বাহুল্য। তবে ডেইলি মেলের প্রতিবেদনটির অল্প অংশ যদি বাংলায় অনুবাদ করা যায় তাহলে এই দাঁড়ায়: “২০২০ সালের অক্টোবরে ভারতের আইএসএলের জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন রবি ফাউলার। লিভারপুল কিংবদন্তি সেখানে আয়ারল্যান্ডের পিলকিংটন এবং বার্নলে তথা নটিংহ্যামে খেলে যাওয়া ফক্সদের কোচিং করাচ্ছেন। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় কোচিং করিয়ে ফাউলার এখন ভারতে আছেন।”