সুইডেনের (Sweden national football team) বিরুদ্ধে যেভাবে শেষ করেছিল, ঠিক সেভাবেই পোল্যান্ডের (Poland national football team) বিরুদ্ধে শুরু করে স্পেন। বলের দখল নিয়ে আক্রমণ করার পরিকল্পনা নিয়ে মাঠে নামে স্পেন (Spain national football team), এবং শুরু থেকেই পোল্যান্ড ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দেয় তারা। মোরেনো (Gerard Moreno), মোরাতা (Álvaro Morata) এবং দানি অলমো-দের (Dani Olmo) দিয়ে আক্রমণ সাজান লুইস এনরিকে, এবং স্পেনের গোলটিও আসে সেই মোরেনো-মোরাতা যুগলবন্দিতে।
খেলার ২৫ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে কাট করে ঢোকেন মোরেনো এবং দুজনকে ডজ করে থ্রু পাস বাড়ান, সেই বাড়ানো বলে পা ঠেকিয়ে ইউরো ২০২০-তে স্পেনের হয়ে প্রথম গোল করেন আলভারো মোরাতা (১-০)। তার খানিকক্ষণ পর পোল্যান্ডের সুইডারস্কির (Karol Świderski) দূরপাল্লার শট পোস্টে লাগে।ফিরতি বলে নেওয়া লেওয়ানডোস্কির (Robert Lewandowski) শট বাঁচান উনাই সিমন (Unai Simón)। এছাড়া সেরম কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করাই লক্ষ্য ছিল পোল্যান্ডের আর ৫৪ মিনিটের মাথায় ডান দিক থেকে ভেসে আসা বলে মাথা ঠেকিয়ে সেই কাঙ্খিত গোলটি করে যান লেওয়ানডোস্কি (১-১)। ৫৮ মিনিটে মোরেনো-কে মোডের টেনে ফেলে দিলে পেনাল্টি পায় স্পেন। কিন্তু পেনাল্টি মিস করে বসেন মোরেনো।
এর পর খেলার শেষ লগ্নে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে স্পেন, মূলত মোরাতা একাই ২-৩ টে সুযোগ নষ্ট করেন। এই ড্রয়ের ফলে গ্রুপে তৃতীয় স্থানে রইলো স্পেন এবং পরবর্তী ম্যাচ না জিততে পারলে হয়তো এবারের ইউরো থেকে বিদায় নিতে হতে পারে ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নদের।