আবারও ইস্টবেঙ্গলের উপর ট্রান্সফার ব্যান আরোপ করলো এআইএফএফ

একের পর এক ট্রানফার ব্যান এসেই চলেছে ইস্টবেঙ্গলের উপর। সাবেক কর্তাদের গড়িমসিতে জনি একোস্টার (Jhonny Acosta) বকেয়া বেতন না মেটানোয় আগেও একবার ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত কর্তারা একোস্টার বকেয়া মিটিয়ে দেওয়ায় ফিফা থেকে সেই ব্যান তুলে নেওয়া হয়। গত ৪ঠা জুলাই EBRP...