ফিফার ট্রান্সফার ব্যান ওঠার দিনেই আবারও নতুন করে ব্যানের সামনে SC East Bengal

সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। গত রবিবারই, অর্থাৎ ৪ঠা জুলাই EBRP থেকে ট্যুইট করে জানানো হয়, আবারও ট্রান্সফার ব্যানের কবলে পড়তে চলেছে এসসি ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। https://twitter.com/EBRPFC/status/1411663658208219138?s=20 সাবেক কর্তাদের গড়িমসিতে জনি একোস্টার (Jhonny Acosta) বকেয়া বেতন না মেটানোয় ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে।...