প্রথম জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল; খাতা খুলতে মরিয়া “লাস্ট বয়” এফসি গোয়াও

১০ বনাম ১১ - এই মরশুমের আইএসএলের সবচেয়ে নিচের দুটো টিমের লীগ টেবিলে ভেসে থাকার ম্যাচ আজ। এই ম্যাচেও পয়েন্ট খোয়ালে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, আবার তিন পয়েন্ট ঘরে তুলতে পারলে লীগ টেবিলে সাত নম্বরে উঠে আসার হাতছানি। ফলে তিলক ময়দানে আজ সন্ধ্যায় এক উপভোগ্য ম্যাচ আশা করতেই পারেন ভারতীয় ফুটবলের...