গতকালই কোচ এন্টোনিও লোপেজ হাবাসের (Antonio López Habas) সঙ্গে আরও একবছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছেন এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) কর্তৃপক্ষ। নতুন মরসুমের দায়িত্ব হাতে পেয়েই দলকে আরও শক্তিশালী করতে লেগে পড়লেন পোড়খাওয়া কোচ হাবাস।
এএফসি কাপ (AFC Cup) খেলার জন্য এমনিতেই দল সাজাচ্ছেন হাবাস। আর তাই অফ সিজনে এএফসি কাপের জন্য ঘর গোছাতে শেষ পর্যন্ত এটিকে ম্যানেজমেন্ট, বা বলা ভালো সরাসরি সঞ্জীব গোয়েঙ্কাকেই হাবাস বলে বসেন যে, চিরশত্রু ইস্টবেঙ্গলের (SC East Bengal) থেকে শুধুমাত্র এএফসি কাপের জন্য ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)-কে দলে চান তিনি। যা শুনে প্রাথমিকভাবে সঞ্জীববাবু অবাক হলেও প্রস্তাবটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন। ফলে শুধু এএফসি কাপের জন্য লোনে নয়, বরং গোটা মরশুমের জন্যই ব্রাইট এনোবাখারেকে সই করাতে রীতিমতো তোড়জোড় পরে যায় এটিকে মোহনবাগানে।
তবে এই খবর চাপা থাকেনি। ঘন্টা দুয়েকের মধ্যেই এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) শিবিরে পৌঁছে যায় এই কথা। চূড়ান্ত চুক্তি নিয়ে টালবাহানা থাকলেও ব্রাইটের দলবদলের সম্ভাবনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি তাঁকে বোঝানোর কাজ শুরু করেন এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)-এর রিক্রুটাররা। তবে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে সরাসরি ফোন যায় এই মুহূর্তে শহরে থাকা শ্রী সিমেন্ট (Shree Cement)-এর কর্ণধার হরিমোহন বাঙুর (Hari Mohan Bangur)-এর কাছে। সব শুনে ব্যাপারটাকে প্রেস্টিজ ইস্যু বানিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি যোগাযোগ করা হয় এটিকে মোহনবাগানের স্ট্রাইকার রয় কৃষ্ণা (Roy Krishna)-কে। তিন বছরের জন্য মাথা ঘোরানো আকাশছোঁয়া টাকার অঙ্কের অফার দেওয়া হয় তাঁকে, যা পাকা হলে ভারতীয় ফুটবলের দলবদলে হতে চলেছে এক নতুন রেকর্ড। গতকাল গভীর রাত পর্যন্ত দুই তারকা খেলোয়াড়কে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে দুপক্ষেই।
তবে শেষ খবর পাওয়া অব্দি, আজকের তারিখের দিকে তাকিয়ে রণে ভঙ্গ দিয়েছেন দুপক্ষই। এপ্রিল ফুল’স ডে-তে এই কাল্পনিক বিষয়টি নিয়ে আর বেশী এগোননি দুই শিবিরের যুযুধান ব্যক্তিরা। ফলে কলকাতা ময়দানের দলবদলে পুরোনো যুগের টানটান উত্তেজনায় ডুবে যাওয়ার বদলে কেবলমাত্র নির্মল হাস্যরসের মাধ্যমে এপ্রিল ফুল হয়েই আপাতত শান্ত থাকতে হবে কলকাতা ময়দানের চিরশত্রু দুই সমর্থককূলকে।