দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে একটা বিতর্কিত হ্যান্ডবল, সেখান থেকে একটা লালকার্ড। ব্যাস, বুদাপেস্টের (Budapest) ফেরেন পুসকাস স্টেডিয়ামে (Ferenc Puskás Stadium) আয়োজিত এই ম্যাচে টোটাল ফুটবল খ্যাত ডাচদের সলিলসমাধি ঘটলো দানুবে নদীতে (Danube River)। আন্ডারডগ হিসেবে শুরু করলেও প্রথম ৫-১০ মিনিট দাপট দেখায় চেক রিপাবলিক (Czech Republic national football team)। কিন্তু তারপর নেদারল্যান্ডস খেলাটা ধরে ফেলে আর মুহুর্মুহু আক্রমণ তৈরি করে।
প্রথম কুড়ি মিনিটে গোল করার সব থেকে কাছে এসেছিলো ডেনজিল ডামফ্রাইস (Denzel Dumfries), ডেলি ব্লিন্ডের (Daley Blind) মাপা ভাসানো থ্রু পাস ধরে গোলকিপারকে হেড করে ডজ করে খালি গোল সামনে পেয়ে যান, তবে এঙ্গেলের অভাবে তিনি বলটি মাইনাস করেন যেটা পরে ক্লিয়ার করে দেয় চেকের খেলোয়াড়। অপর দিকে চেক রিপাবলিকের হয়ে সব থেকে সুবর্ণ সুযোগ পান টমাস সৌচেক (Tomáš Souček), যিনি গোলের ২ মিটারের মধ্যে থেকে হেড মিস করেন।
এছাড়া প্রথমার্ধে গোল করার সুযোগ পান প্যাট্রিক শিক (Patrik Schick), ডেনজিল ডামফ্রাইস এবং মালেন (Donyell Malen)। মাথিয়াস ডি লাইট একটি অনবদ্য ট্যাকল করে চেক রিপাবলিকের অবধারিত গোল বাঁচান। যত সময় গড়াতে থাকে, নেদারল্যান্ডসের (Netherlands national football team) আক্রমণের গতি কমতে থাকে এবং এই কারণে প্রথমার্ধের শেষের দিকে কয়েকটি সুযোগ তৈরি করে চেক রিপাবলিক, কিন্তু গোল করতে ব্যর্থ হন তারা।
দ্বিতীয়ার্ধে চেক রিপাবলিক একা দাপট দেখায়। তাদের আক্রমণ এবং পাসিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডসের সব প্রতিরোধ। ৫৫ মিনিটে হ্যান্ডবলের দায়ে মার্চিং অর্ডার পান ডি লাইট (Matthijs de Ligt)। আর তারপরেই ১৫ মিনিটের মধ্যে দুগোল হজম করে ডাচ ডিফেন্স।
৬০ মিনিটের মাথায় ভারের সাহায্য নিয়ে পেনাল্টি বাতিল করেন রেফারি যেটা চেক রিপাবলিকের অনুকূলে ছিল। তার পাঁচ মিনিট বাদে নিজের দক্ষতা এবং রিফ্লেক্সের শিখরে উঠে চেকের অবধারিত গোল বাঁচান ডামফ্রাইস। তবে আর কতক্ষন! খেলার ৬৮ মিনিটে বুদ্ধিদীপ্ত ফ্রিকিক থেকে গোল করে চেকদের এগিয়ে দেন হোলস (Tomáš Holeš) (১-০)।
সেই গোল খাওয়ার পর তেতে ওঠে নেদারল্যান্ডস, তবে এই ম্যাচে সেরকম মরিয়া ভাবই দেখা যায়নি তাদের খেলায়। ৮০ মিনিটের মাথায় ক্যাপ্টেন জিনি ওয়াইনালডুমের (Georginio Wijnaldum) থেকে বল কেড়ে চেক রিপাবলিকের হয়ে দ্বিতীয় গোল করে যান ফর্মে থাকা প্যাট্রিক শিক (২-০)। এবছরের ইউরোতে চারটি গোল হয়ে গেল তাঁর।
এর পর নেদারল্যান্ডস চেষ্টা করলেও আর গোল শোধ করতে পারেনি। দশজনের নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলো চেক রিপাবলিক যাদের পরবর্তী প্রতিপক্ষ অসামান্য ফর্মে থাকা ডেনমার্ক (Denmark national football team)।