ধূমকেতু একবার ই
আসে বহুবছরে
খালি চোখে, চশমাতে পড়েছিলো
নজরে
মাঝরাতে সব্বার
মন মেক্সিকোতে
ভিড় ছিলো প্লাতিনির
তার সাথে জিকোতে
রুমেনিগে, ফাউলার
বড়ো বড়ো নামডাক
কাগজের ফ্রন্ট পেজে
বাজিয়েছে কত ঢাক
এর মাঝে একজন
পায়ে নিয়ে তলোয়ার
কচুকাটা সব্বাই
বাকি ছিলো কেউ আর?
ভগবান পৃথিবীতে
এরকম উপহার
পাঠাবেন ফেরাবেন
একবার বারবার
আমাদের বলবেন
“এরকম জাদুকর
আছে আরো এইখানে
দেবো যদি চাস বর
ভালো কাজ করলেই
একখানা পাঠাবো
তোমাদের মাঝখানে
ক বছর হাঁটাবো
তারপর নিয়ে যাবো
আমার এই রাজ্যে
তোমাদের পৃথিবীতে
ওর নেই কাজ যে
স্বর্গের স্টেডিয়ামে
অনেকে ই চাইছে
ওর খেলা দেখবেই
বলে গান গাইছে।”
এ কারণে চলে গেলো
আকাশের পানেতে
কাল রাতে দুম করে
মহাকাশ যানেতে।
Post Views: 1,339