গুমোট পরিবেশ কাটাতে জামশেদপুর এফসি ম্যাচে জয়ই ভরসা এসসি ইস্টবেঙ্গলের

রবিবার বিকেলে গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে নিজেদের ষোলোতম ম্যাচটি খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রথম পাঁচটা ম্যাচে চারটে হার, দশ গোল হজম করা দলটা পরের সাতটা ম্যাচ অপরাজিত থেকে প্রথমবার আইএসএল খেলতে নেমেই শেষ চারে যাওয়ার একটা আশা বেশ ভালোমতোই সমর্থকদের মধ্যে জাগিয়েছিলো। কিন্তু তাল কাটলো এরপরেই। মুম্বাই সিটি এফসি ম্যাচে...