বলে না, যখন ভাগ্য আপনাকে হারতে বাধ্য করবে শত চেষ্টা করেও আপনি জিততে পারবেননা। কেনো বলছি? আরে দাদা, খেলার প্রতিনিয়ত উন্নতির পরেও ৩ পয়েন্ট হাতছানি দিয়ে পালিয়ে যাচ্ছে বারবার!
বল দখল (BALL POSSESSION)
SCEB 49% : 51% CFC
চেন্নাই ৮ নম্বরে থেকে শুরু করলেও খাতায় ২ টো জয় নিয়ে এসেছিল। আর এদিকে আমরা ঘষে ঘষে ২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থেকে শুরু করেছিলাম। কিন্তু বল দখলের লড়াইয়ে কি হলো? ৪৯ শতাংশ বল দখলে ছিল আমাদের! হ্যাঁ দাদা, যাদের খাতায় কলমে হারের খাতায় ঠেলে দেওয়া হয়েছিল ম্যাচ শুরুর আগে, তারা নাকি ৯০ মিনিটের প্রায় ৪৫ মিনিট বলের দখল নিয়ে রেখেছিল। ভাবুন তাহলে, মানসিকতার দিক থেকে এক ফোঁটাও পিছিয়ে নেই আমরা!!
শট (SHOTS)
SCEB 8 : 12 CFC (Total)
SCEB 4: 5 CFC (On Target)
পুরো ম্যাচে ৮ টা শট নিয়েছি আমরা, আর অপর দিকে ১২ বার আমাদের গোল লক্ষ করে শট নিয়েছিল ওরা। সংখ্যাগুলোর বিচারে খানিকটা পিছিয়ে থাকলেও গোলে শট আমরা নিয়েছি ৪ বার আর ওরা ৫ বার, অর্থাৎ আমাদের ৫০ শতাংশ শট টার্গেটে ছিল, আর ওদের ৪১ শতাংশ। এদিকে কিন্তু আমরা এগিয়েই আছি।
পাস এবং পাসিং আক্যুরেসি (PASSES AND PASSING ACCURACY)
SCEB 373 : 397 CFC (Passes)
SCEB 253 : 268 CFC (Accurate Passes)
SCEB 68% : 67% CFC (Passing Accuracy)
৩৭৩ বার আমাদের খেলোয়াড়রা পাস খেলেছে, আর চেন্নাইয়ের দিক থেকে সংখ্যাটা খুব একটা বেশি না, মাত্র ৩৯৭। মজার কথা এটা যে ওদের ৬৭ শতাংশ পাস সঠিক ছিল, আর আমাদের ৬৮ শতাংশ। বিগত কিছু ম্যাচের তুলনায় ইস্টবেঙ্গল আজকের ম্যাচে খানিকটা স্বচ্ছন্দ ভাবেই পাস খেলছিল, ৬৮ শতাংশ পাস এটারই প্রমান দেয়।
টাচেস (TOUCHES)
SCEB 526 : 552 CFC
মডার্ন ফুটবলে অনেক নতুন স্টাটিস্টিক্স যোগ হয়েছে, তার মধ্যে অন্যতম এই টাচেস। বলের সংস্পর্শে কে কতবার এসছে, এটাই বোঝায় এই “টাচেস” ব্যাপারটা। ইস্টবেঙ্গলের জন্যে সংখ্যাটা ৫২৬, আর চেন্নাইয়ের জন্যে ৫৫২। কম হলেও মানসিকতার দিক থেকে এই সংখ্যাটা অবশ্যই আশা যোগাবে খেলোয়াড়দের।
সেরা ৩ খেলোয়াড় (BEST 3 PLAYERS)
ইস্টবেঙ্গল: আমাদের তরফ থেকে অবশ্যই প্রথম স্থানে থাকবে আমাদের মাঝমাঠের হার্টথ্রব মাত্তি স্টেইনম্যান (১০)। ২ গোল করার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন এই মিডিও, তার অন্যতম হলো রফিককে সাজিয়ে দেওয়া পাসটা, যেখান থেকে শুধু গোলকিপারকে পেয়েও গোল করতে ব্যর্থ হন রফিক। ২য় ও ৩য় স্থানে আছে যথাক্রমে বিকাশ জাইরু (৭.৩) ও পিলকিংটন (৭.১২)
চেন্নাইয়ান: জ্যাকুব সিলভেস্টার (৮.৩) চেন্নাইয়ের সেরা খেলোয়াড় ছিল আজকে। ২ টো গোল করিয়ে দেওয়ার পরও ৮ টা শটের নেপথ্যে ছিল সিলভেস্টার। দ্বিতীয় স্থানে আছেন প্রথম গোলের নায়ক লালিয়ানজুয়ালা ছাংতে (৮.২)। তৃতীয় স্থানে বিরাজ করছেন চেন্নাইয়ের হার্টথ্রব ক্রিভেলারো (৬.৯৭)।
* সব স্টাটিস্টিক্স ও রেটিং হিরো আইএসএল website থেকে নেওয়া।