জল্পনাই সত্যি, এসসি ইস্টবেঙ্গল ছেড়ে নতুন ক্লাবে গেলেন ম্যাত্তি স্টেইনম্যান

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

গুঞ্জন চলছিলো অনেকদিন ধরেই। শোনা গিয়েছিলো, এসসি ইস্টবেঙ্গল থেকে রিলিজ চেয়ে নিয়েছিলেন গত আইএসএলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মাঝমাঠের স্তম্ভ ম্যাত্তি স্টেইনম্যান (Ville Matti Steinmann)। আশঙ্কা ছিলই, শ্রী সিমেন্ট-ইস্টবেঙ্গল চুক্তি বিতর্কে অনিশ্চিত ভবিষ্যতের দিকের পা বাড়াতে চাইছেন না ইস্টবেঙ্গলের বর্তমান খেলোয়াড়দের অধিকাংশই। এবার সে আশঙ্কা সত্যি করেই সরকারীভাবে ইস্টবেঙ্গল ছাড়লেন ১৭ ম্যাচে ৪ গোল করে ২০২০-২১-এর আইএসএলে (Indian Super League) এসসি ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা স্টেইনম্যান।

বুধবার, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্টেইনম্যান নিজেই ঘোষণা করেন যে, আগামী মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে আইএসএল নয়, বরং অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোরের (Brisbane Roar FC) হয়ে এ-লীগে (A-League) খেলবেন ওয়েলিংটন ফিনিক্স (Wellington Phoenix FC) থেকে গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলে সই করা জার্মান এই মিডফিল্ডার।

স্টেইনম্যানের সোশ্যাল মিডিয়া পোস্ট

চূড়ান্ত চুক্তিপত্রের এই ডামাডোলের অতি দ্রুত সমাধান না হলে ইস্টবেঙ্গলে দলছাড়ার যে হিড়িক লাগতে চলেছে, তা ধীরে ধীরে স্পষ্ট।