শ্রী-কর্মকর্তা বিবাদ মেটার পর কর্মকর্তারা শ্রী সিমেন্টকে একটি তালিকা পাঠান যাতে তাদের নজরে থাকা ভারতীয় খেলোয়াড়দের নাম ছিলো, কিন্তু সেই তালিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শ্রী সিমেন্ট আধিকারিকরা নিজেদের স্কাউট করা খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করেন। কয়েকটি খেলোয়াড় এমনও আছে যারা শ্রী এবং কর্মকর্তা উভয়পক্ষেরই নজরে ছিলেন, তবে সেই তালিকায় থাকা অনেক খেলোয়াড়ই ইন্ডিয়ান সুপার লীগ খেলার মানের নন। কেউ হয়তো চোট-আঘাতে জর্জরিত, কেউ আবার নিজের “প্রাইম” পেরিয়ে গেছেন, তো কেউ তো এখনো সেই মানেই পৌঁছননি যাতে তাকে দেশের সর্বোচ্চ লিগে সুযোগ দেওয়া যেতে পারে। আসুন দেখে নিন লিস্টে কাদের নাম আছে:
Post Views: 6,037