History:
ভারতীয় ফুটবলে শেষ দশকের অন্যতম সুসজ্জিত দল যদি কেউ থাকে তবে সেটা বেঙ্গালুরু এফসি(Bengaluru FC)। 2013 তে ক্লাবের জন্মের পর থেকে সর্বভারতীয় ফুটবলের সব ধরনের বড় শিরোপা দখল করেছে তারা। আই লীগে প্রবেশ করার মরসুমেই প্রথম এই লীগ খেতাব সহ মোট 2টি আই লীগ খেতাব এবং পরবর্তী কয়েক মরসুমে 2টি ফেডারেশান কাপ জয় করে নিয়ে তখন অন্যতম আলোচিত নাম তারা। এরই মধ্যে ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপ ফাইনাল খেলে একটুর জন্য সেরার শিরোপা হাতছাড়া হওয়া তো আছেই। তারপর আইএসএল এ যোগদান এবং আইএসএল খেতাব জয় এবং সুপার কাপ জয়। ট্রফি ক্যাবিনেটে সব ধরণের ট্রফির সমাহারে সুসজ্জিত হওয়ায় তাদের কে শেষ দশকের অন্যতম সেরা ক্লাব বলতেই হয়।
Coach:
বেঙ্গালুরু এফসি দলগত দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী। ওয়েস্টউড, রোকা পরবর্তী অধ্যায়ে কার্লোস কুয়াদ্রাত দলকে এক সুতোয় বেঁধে রেখেছেন বেশ পোক্ত ভাবে। গত মরসুমে আইএসএল এর প্লে-অফ খেললেও ফাইনালে ওঠা হয়নি দলের। তাই এই বছর দলকে আরো গুছিয়ে নিয়েছে তারা নতুন বিদেশী আর দেশীয় খেলোয়াড়দের দিয়ে। সাধারণত 4-2-3-1 ছকে তার দলকে সাজাতে তিনি পছন্দ করেন। তবে খেলার গতিপথ বুঝে আক্রমণ ভাগে লোক বাড়িয়ে 4-4-2 বা 4-3-3 ছকেও চলে যেতে পারেন।
Striking: Our Rating 9/10
আদিলেড ইউনাইটেড থেকে নরওয়ের স্ট্রাইকার ক্রিস্টিয়ান অপসেথ আর ব্রাজিলীয় ক্লেইটন সিলভার আগমন তাদের আক্রমন ভাগকে আরো সমৃদ্ধশালী করেছে। আগে থেকেই ভারতীয় দলের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে বর্তমানে খেলা ফুটবলার দের মধ্যে অন্যতম সেরা গোলদাতা সুনীল ছেত্রী যেমন আছেন, ঠিক তেমনি আছেন গতবছর লোনে ইস্টবেঙ্গলে আসা এডমুন্ড লালরিনদিকা, উদান্ত সিংহের মত গতিময় উইঙ্গার। উইঙ্গ ধরে এডমুন্ড আর উদান্তর দৌড় যেকোনো দলের ডিফেন্সকে একপলকে নাড়িয়ে দিতে পারে। জামাইকার জাতীয় দলের হয়ে খেলা এমএলএসে তৃতীয় দ্রুততম গোল করা দেশর্ন ব্রাউন বেঙ্গালুরুর আক্রমণ এর অন্যতম স্তম্ভ।
Midfield: 9/10
মোহনবাগানের আই-লীগ জয়ের অন্যতম কান্ডারি ফ্রান গঞ্জালেজকে এবার বেঙ্গালুরু এফসি দলে নিয়েছে। ভারতীয় ফুটবল সার্কিটে অন্যতম ইউটিলিটি ফুটবলার ইস্টবেঙ্গলের প্রাক্তনী হরমনজোত সিং খাবরা এবং এরিক পার্তালু যে যেকোনো দলের কত বড় সম্পদ তা সবারই জানা আছে। সাথে ডেলগাদ এর মত মাঝমাঠের খেলোয়াড় নিজের দিনে একাই খেলার মোড় নিজের দলের দিকে ঘুরিয়ে দিতে পারেন। মাঝমাঠের আরও একটি উল্লেখযোগ্য নাম হলো আশিক কুরুনিয়ান যিনি কিনা মাঝমাঠের খেলোয়াড় হয়েও আক্রমণে 2টি অতিরিক্ত পা সবসময়েই যোগ করে থাকেন।
Defence: 8.5/10
বেঙ্গালুরু এফসির গোলে বর্তমানে দেশের সেরা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু যে শেষ প্রহরী হিসেবে অনেকটাই গোল রক্ষা করবেন সেটা ভারতীয় ফুটবল নিয়ে খোঁজ রাখা সবাই মনে হয় জানে। ব্যাক-আপ হিসেবে আছেন গত মরসুমে ইস্টবেঙ্গলে খেলা লালিথুয়াম্মাওয়া রালতে।
ইস্টবেঙ্গলে খেলে যাওয়া রাহুল ভেকে হোক বা জোহেরলিয়ানা, অজিত কুমার, জুয়ানান, প্রতীক চৌধুরী নিয়ে তৈরি প্রতিভা ও অভিজ্ঞতা মিশ্রিত ডিফেন্সিভ লাইন কাগজে কলমে যেমনই হোক; মাঠে নামলে কিন্তু খেলাটা অন্যরকম এ হবে। কারণ কার্লোস কুয়াদ্রাত এর তীক্ষ্ণ মস্তিস্ক।
Summary:
Team Score Card: 26.5/30
গত কয়েক বছরের পারফরম্যান্স এবং প্রায় একই দল ধরে রাখার জন্য দলের যা সামঞ্জস্য রয়েছে তাতে এটুকু ভবিষ্যৎবাণী করাই যায় যে এবারও প্লে-অফ হয়ত খেলবে বেঙ্গালুরু এফসি। কিন্ত চ্যাম্পিয়ন হবে কিনা সেটা নির্ভর করবে তাদের স্ট্রাইকারদের সাফল্যের উপর। এবার যেহেতু আইএসএল হবে গোয়াতে তাও দর্শকবিহীন ভাবে তাই তারা কিন্তু তাদের 12 নং খেলোয়াড় তাদের সমর্থক ওয়েস্ট ব্লক ব্লুজ দের সমর্থন মাঠের মধ্যে পাবে না। আর আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা এটা ভালো করেই জানি যে মাঠে আমাদের মত সমর্থকরা দলকে কতটা উজ্জীবিত করতে পারে। সাথে এটাও মাথায় রাখতে হবে যে এবার এসসি ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে আর তাদেরকে টেক্কা দিয়ে ট্রফি ঘরে তুলে আনতে আমরাও পুরোপুরি তৈরি।
Foreigners:
জুয়ানান (ডিফেন্স), ফ্রান গঞ্জালেজ (ডিফেন্সিভ মিডিও), এরিক পার্তালু, ডেলগাদ (সেন্ট্রাল/ডিফেন্সিভ মিডিও), ক্রিস্টিয়ান অপসেথ, ক্লেইটন সিলভা, ব্রাউন (স্ট্রাইকার)
Notable Indian Players:
গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), প্রতীক চৌধুরী (স্টপার), রাহুল ভেকে (রাইট ব্যাক), হরমনজোত সিং খাবরা, আশিক কুরুনিয়ান (লেফ্ট মিডিও/উইং), উদান্ত সিং (রাইট উইং), সুনীল ছেত্রী (স্ট্রাইকার)
Probable Emerging Indian Players:
নাওরেম সিং(লেফ্ট ব্যাক), জোহেরলিয়ানা (রাইট ব্যাক), অজয় ছেত্রী, সুরেশ সিং (ডিফেন্সিভ মিডিও), লিও অগাস্টিন (লেফ্ট মিডিও), এডমুন্ড লালরিনদিকা (স্ট্রাইকার)
SOURCE: BFC ISL Page