শুরুটা আমাদের আর্চরাইভ্যাল বা চিরপ্রতিদ্বন্দ্বী কে দিয়েই হোক! আমাদের ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচও তো তাদেরই বিপক্ষে! এটিকেএমবি(ATK MB)? নাকি শুধুই এটিকে(ATK)? অতি বড় মোহন সমর্থকও একথা অস্বীকার করতে পারবেন না যে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা কার্যত নিজেদের কোরটিমটাকেই ধরে রেখেছে। আবার ইস্টবেঙ্গলীদেরও এটা ভুললে চলবে না যে মাঠে বল গড়ানোর আগে যতই অসন্তোষের বাতাবরণ হোক বা মান-অভিমানের পালা চলুক, যে মুহুর্তে রয় কৃষ্ণার ড্রিবল সবুজ ঘাসে ফুল ফোটাবে, তক্ষুণি আপামর মোহন জনতা সব ভুলে এই দলকে আপন করে নেবে। চ্যাম্পিয়ন দলের ভাগ সবাই পেতে চায়, তাই নয় কি? যাক, সেসব কচাকচিতে ইস্টবেঙ্গল জনতার কাজ কি? আমরা এটুকুই দেখে নি যে বিপক্ষে হিসেবে এটিকে, সরি, মাপ করবেন, এটিকে এমবি, ঠিক কতটা শক্তিশালী। যদিও এটা বোধায় আলাদাভাবে বলার দাবী রাখে না। টিমের পিছনে টাকা ঢালায় গোয়েঙ্কা বাবুদের কার্পণ্য কোনদিনই ছিল না। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি নিজেদের মূল দলকে অপরিবর্তিত রেখেই শক্তি আরো বাড়িয়ে নিয়েছে।
The Gaffer:
টিমের কথা শুরুই করতে হয় দুবারের আইএসএল জয়ী ধুরন্ধর শিরোমণি আন্তোনীয় লোপেজ হাবাসের থেকে। মনে পড়ে সেই আইএসএলের সূচনালগ্ন? ফিকরু তেফেরা এবং লুই গার্সিয়ার মত দুই ব্রহ্মাস্ত্র বেঞ্চে বসিয়ে হাবাসের ট্রফি তুলে নিয়ে যাওয়া? ওনার স্ট্র্যাটেজিক মাস্টারমাইন্ডের এর চেয়ে বড় বিজ্ঞাপন বোধায় কিছু হয় না। গত মরসুমে এটিকে মূলত ৩-৫-২ বা ৪-৪-২ ছকে খেলেছিল। এবার কোচ হাবাস নিজের মগজাস্ত্র থেকে নতুন ছক বের করবেন, নাকি চেনা অস্ত্রেই আবার ভরসা করবেন সেটাই এখন দেখার।
Strikers: Our Rating 9/10
স্কোয়াডে পরিচিত নামের ছড়াছড়ি। রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটি গতবারের আইএসএলে ২২ টি গোল করেছিল। তাদের পাশাপাশি আছেন ভারতীয় দলের উঠতি স্ট্রাইকার মনবীর সিং। তবে জবি জাস্টিনের চোট পেয়ে প্রতিযোগীতা থেকে ছিটকে যাওয়া তাদের সরাসরি প্রভাবিত না করলেও রিসার্ভ বেঞ্চের শক্তি কমাবে। তেত্রিশের কৃষ্ণা টানা খেলে যাবার ধকল নিতে পারেন কিনা তার ওপর অনেকটা নির্ভর করবে এটিকে এমবির সাফল্য। যদিও এবারে যাতায়াতের ধকল না থাকাটা বয়স্ক খেলোয়াড়দের কাছে বরদান হয়ে উঠতে পারে।
Midfielders: Our Rating 8.5/10
মিডফিল্ডকে নির্ভরতা দিতে আই এস এলের পরিচিত খেলোয়াড় এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ, কার্ল ম্যাকহিউ, পোড়খাওয়া সুসাইরাজ, প্রণয় হালদাররা তো ছিলেনই! এবছর তার সঙ্গে যুক্ত হয়ছেন ব্র্যাড ইনম্যানও। ইনম্যান গত মরসুমে রবি ফাউলারের অধীনে ব্রিসবেন রোরের হয়ে এ-লিগের ২৫ টি ম্যাচে ৪ টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। তাঁর যোগদান দলের শক্তিবৃদ্ধি করবে।
Defenders:Our Rating 8.5/10
ডিফেন্সে তিরির পাশে অভিজ্ঞ সন্দেশ ঝিঙ্গন, সাইড ব্যাকে মুম্বই থেকে আগত শুভাশিষের সঙ্গে প্রীতম, প্রবীর আর তেকাঠির নীচে অরিন্দমের মত নামী খেলোয়াড় সমৃদ্ধ এটিকে এ মরসুমের সবচেয়ে ব্যালান্সড দল এ বিষয়ে কোন সন্দেহ নেই।
Team Score Card:
Total: 26/30
Foreigners:
রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস (স্ট্রাইকার), জাভি হার্নান্ডেজ, এডু গার্সিয়া, ব্র্যাড ইনম্যান (সেন্ট্রাল মিডিও/ এটাকিং মিডিও/ উইংগার), কার্ল ম্যাকহিউ (ডিফেন্সিভ মিডিও/ সেন্ট্রাল ডিফেন্ডার) এবং তিরি (স্টপার)
Notable Indian names:
অরিন্দম ভট্টাচার্য (গোলকিপার), প্রীতম কোটাল (রাইট ব্যাক), প্রবীর দাস, শুভাশিষ বোস (লেফট ব্যাক), সন্দেশ ঝিংগন (স্টপার), সুসাইরাজ, জয়েশ রানে (উইংগার), মনবীর (ফরোয়ার্ড)
Probable Emerging Indian players:
ধীরাজ সিং (গোলকিপার), সুমিত রাঠি (উইং ব্যাক), কোমল থাটাল (উইংগার), দীপ সাহা (মিডিও), শুভ ঘোষ (ফরওয়ার্ড)।
Source: ATK MB ISL Profile Page